নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা বদিউল আলম (৫০) নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পাবলিক হেলথ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদিউল আলম জেলার সেনবাগ উপজেলার শিলাদি গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি উপজেলা পাবলিক হেলথে অফিস কর্মকর্তা ছিলেন।
স্থানীয়রা জানায়, ১২টা দিকে উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা বদিউল আলম উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় নোয়াখালী-কুমিল্লা রুটের উপকূল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে নোয়াখালী হইতে কুমিল্লার দিকে যাওয়ার পথে বদিউল আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ