ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার দুপুরে উপজেলার রায়মনি নামকস্থানে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও স্থানীয় থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামকস্থানে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এ সময় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত চারজনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা