ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া থেকে রবিবার দুপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলা শহরতলীর আড়পাড়ার শওকত আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও গৌরের ছেলে সুকুমার কুমার (২৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সুমন ও সুকুমার দীর্ঘদিন ধরে পৌরসভার আড়পাড়া এলাকায় ফেরি করে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা