কিশোরগঞ্জের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন পলাশ নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি ভৈরব উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও কিশোরগঞ্জ বারের শিক্ষানবিশ আইনজীবী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে ভৈরব বাসস্ট্যাণ্ড থেকে রিকসাযোগে পার্শ্ববর্তী চন্ডিবের গ্রামে শ্বশুরবাড়ি যাবার পথে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার কাছে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রিকশাচালক তাকে আহত অবস্থায় চন্ডিবের জিয়া তোড়ণের কাছে ফেলে চলে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
স্বজনদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন পূর্ব শত্রুতার জের ধরে সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৬/ রশিদা