ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে তার পোশাক লুটে নিয়েছে কয়েকজন ডাকাত। সোমবার (০৭ মার্চ) গভীর রাতে নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা মলয়েন্দ্র নাথ রায় (৪৫) আশুগঞ্জ নৌপুলিশে এসআই হিসেবে কর্মরত। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হবি পাঠান (৩৪) ও নেকবর মিয়া (৩০) নামে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ডাকাতরা ওই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পোশাক ও কিছু জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ