ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আজ মঙ্গলবার মাগুরা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এই জামিন মঞ্জুর হয়। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে তার করা আবেদন খারিজ করে আদালত।
মাহফুজ আনামের পক্ষীয় আইনজীবী এডভোকেট মাহবুবুল আকবর কল্লোল এ প্রসঙ্গে বলেন, বিজ্ঞ বিচারকের কাছে মাহফুজ আনামের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত ২০০০ (দুই হাজার) টাকা মুচলেকায় এই জামিন দেন। পরবর্তী শুনানির তারিখ ১৯.৫.২০১৬ হিসাবে ধার্য হয়েছে।
এদিকে, মাহফুজ আনামের হাজিরার খবর পেয়ে শতশত উৎসুক মানুষ আদালত প্রাঙ্গণে হাজির ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৬/ রশিদা