যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোররাতে স্থানীয়দের সহায়তায় উল্লাপাড়া থানা পুলিশ উপজেলার বন্যাকান্দি আঞ্চলিক সড়ক থেকে ওই ছিনতাইকারীদের আটক করেন।
আটককৃতরা হলো-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরধোপাকান্দি গ্রামের মৃত সুজাবের ছেলে রফিকুল ইসলাম (৩০), একই গ্রামের আমজাদ আকন্দের ছেলে ইমরান (২৬), মোশাররফের ছেলে ইমরান (২৫), শেরপুরের শ্রীবদি থানার ভারার গ্রামের আমিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২০), পাবনার সুজানগর থানার বিনখোড়া গ্রামের রোমান আহমেদ (২০) ও ঠাকুরগাও জেলা সদরের ফজলের ছেলে আনিস (২২)।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, তিন ছিনতাইকারী যাত্রীবেশে জেলা শহর থেকে সলপ যাবার জন্য সিএনজি ভাড়া করেন। সিএনজি উল্লাপাড়ার শাহজাহানপুর ঘাটিনা ব্রীজ এলাকায় পৌঁছলে তিনজন চালক শরিফুল ইসলাম মাসুমকে ছুরিকাঘাত করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তা বন্যাকান্দি এলাকা থেকে ৩ জনকে আটক ও সিএনজিটি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের আরো একটি সিএনজিসহ তাদের আরও ৩ সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় আহত মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব