টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল হাজারী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রার্থীতা বাতিল হওয়ার পর এ আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার কালিহাতী উপজেলার সীমান্ত এলাকার বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় থেকে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল হাজারী।
এসময় সেখানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: লাভলু, বিডিআরবি চেয়ারম্যান আফাজ উদ্দিন, বল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাকির মাহমুদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মো: জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুন্নবী সরকার সহ উপজেলা আওয়ামী লীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন