বগুড়ার কাহালু থেকে নিখোঁজ তিন নারীকে ১১দিন পর সিরাজগঞ্জের কাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃতরা হলেন দুই জা মৌসুমি (২০) ও মাহমুদা বেগম (৩০) এবং মাহমুদার মেয়ে মনিকা (১৪)।
স্বামীর পরকীয়া আর সংসারের অশান্তির কারনে তিনজন হঠাৎ করে নিখোঁজ হন।
জানাগেছে, দু’বছর পূর্বে পার্শ্ববর্তী বগুড়ার কাহালু উপজেলার বাকরাপানাই গ্রামের শাহীন আলমের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার আমড়াগোহাইল গ্রামের আনছার আলীর মেয়ে মৌসুমী খাতুনের (২০) বিয়ে হয়। এদিকে ওই বাড়ীতেই শাহীন আলমের ভাই মানিক মিয়ার সংগে গোড়াই গ্রামের আবুল কালামের মেয়ে মাহমুদা বেগমের (৩০) বিয়ে হয়। এদের মধ্যে শাহীন আলমের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। একপর্যায়ে শাহীন ও মানিক মিয়া একই গ্রামে পরকীয়ায় জড়িয়ে পড়লে দুই গৃহবধূ মৌসুমী ও মাহমুদা বাধা দেয়। এ নিয়ে কথায় কথায় স্ত্রী ও মেয়ের উপর নির্যাতন করে দুই ভাই। নির্যাতন সইতে না পেরে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মৌসুমি, মাহমুদা বেগম ও তার মেয়ে মনিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পীরগাছা গ্রামের ভগ্নিপতি আলম হোসেনের বাড়িতে আশ্রয় নেয়।
এই অবস্থায় গত ২৯ ফেব্রুয়ারি মৌসুমীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করলে পুলিশ তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে রায়গঞ্জে তাদের নিকটাত্মীয় আলম হোসেনের ভাড়া বাসা থেকে ৭মার্চ রাতে তিনজনকে উদ্ধার করে পুলিশ।
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল তিন নারীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন