মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তিমূল ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলার গণমাধ্যম কর্মীরা।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ভবতোষ চৌধুরী নূপুরের নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিক অধীর রাজবংশী ও মীর রাতুলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহিদ-ই হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মেদ দীপু, কার্যকরী সদস্য অ্যাডভোকেট সেতু ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ জেলার সর্ব স্থরের সাংবাদিকর।
মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিকদের উপর হামলা করে সন্ত্রাসীরা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসীদের কারণে জেলার কোন সাংবাদকর্মী নিরাপদ নয়। এদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন শনিবার সাংবাদ ও ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিক অধীর রাজবংশী ও মীর রাতুলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব