টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ময়নূল হোসেন (৫০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
ময়নূল গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মগলিশপুর গ্রামের মো. হাকিম মাষ্টারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিল গেইট এলাকায় এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গোড়াই শিল্পাঞ্চলের একটি বিস্কুট কারখানার শ্রমিক ময়নূল হোসেন মহাসড়কের ওইস্থানে পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন