ঝিনাইদহের সদর উপজেলার অচিন্তানগর গ্রামে তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানার কন্টেইনার বিস্ফোরণে চায়নিজ নাগরিকসহ চারজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চায়নিজ নাগরিক ফ্রাংক (৫৫), ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তা নগরের মোশারফ হোসেনের ছেলে মনির জান (৩০), একই গ্রামের শাহাজান মোল্ল্যার ছেলে জালাল হোসেন (৪০) ও ঢাকার ছোলায়মান ভূঁইয়ার ছেলে জুবাইয়ার হোসেন (২৫)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন