কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬-২০১৭ কার্যকালের এ নির্বাচনে ১৭টি পদের ভোট গ্রহণ করা হচ্ছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটার সংখ্যা ৮শ' ২৯ জন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত পিপি ও ফৌজদারী কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সহিদুল হক সাঈদ। সহ-সভাপতি দীপাল কুমার চৌধুরী ও মোঃ মোসলেম মিয়া। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম (২), কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, লাইব্রেরি সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন লিটন, এনরোলমেন্ট সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, সহকারী এনরোলমেন্ট সেক্রেটারি খন্দকার মারুফ, আমোদ প্রমোদ ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য আবদুর রহমান, মাহমুদা আফরিন, মোঃ মিজানুর রহমান, মিজানুর রহমান(৩), নুরুদ্দীন মিয়াজী বুলবুল ও রিতা সরকার।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম (৩), সহ-সভাপতি পদে আবু নছর আবদুল কাদের ভূইয়া ও কাজী মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহম্মদ (৩), কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, লাইব্রেরি সেক্রেটারি আবু মুছা ভূইয়া, এনরোলমেন্ট সেক্রেটারি আল মাহমুদ সাগর, সহকারী এনরোলমেন্ট সেক্রেটারি মনি আক্তার, আমোদ প্রমোদ ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আজহারুল ইসলাম, মো: ফজলুর রহমান কামাল, মো: মোতাহের হোসেন, নুরজাহান খান, রুবিনা হক, মোঃশুক্কুর আলী সাফী ও মোঃ তারিকুল ইসলাম মজুমদার।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে। এর আহবায়ক হলেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সদস্যরা হলেন ইকরাম হোসেন ও গাজী মো: নজরুল ইসলাম মানিক।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন