দিনাজপুরের বীরগঞ্জে শুধু একটি ব্রিজের অভাবে স্কুলগামী শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ব্রিজ না থাকায় তাদের একপার থেকে অপরপার যেতে একমাত্র উপায় একটি বাঁশের সাঁকো।
ঢেপা নদীর তীরস্থ বীরগঞ্জের মোহনপুর ইউপির চিলকুড়া গ্রাম। সেখানে দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি করে আসছে এলাকাবাসী। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নজন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে স্থানীয় জনগণের দুর্ভোগও দূর হয়নি।
এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল পরিবহনে ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে নিত্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার।
এ ব্যাপারে মোহনপুর ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত জানান, মানুষের দীর্ঘদিনের ভোগান্তির দিকে বিবেচনা করে ব্রিজটি নির্মাণের জন্য প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন জায়গায় আবেদন করেও বাজেট পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ