ফরিদপুরে আজ ১০ মার্চ পতাকা দিবস পালিত হয়। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে দীর্ঘদিন পর পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন নেতারা। পরে মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরে প্রথম পতাকা উত্তোলনকারী, যুদ্ধকালীন মুজিব বাহিনীর কামান্ডার, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর। পতাকা উদযাপন কমিটির আহবায়ক নাজমুল হাসান নসরুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার কবির’ল আলম মাও, মুজিব বাহিনীর যুক্তকালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রুমি, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম কাঞ্চন, লোকমান হোসেন মৃধা প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ