নেত্রকোনার খারিয়াজুরীতে সড়কের মালামাল আনা নেয়ার কাজে নিয়োজিত লরির নীচে চাপা পড়ে আরাফাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত বুধবার মধ্য রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার দুপুরে বোয়ালী মাইঝপাড়া গ্রামের হাদিস মিয়ার শিশু পুত্র আরাফাত বাবার জন্য হাওরে খাবার নিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খালিয়াজুরী-বোয়ালী সড়কের জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য মালামাল আনা নেয়ার লরিটি শিশুকে চাপা দেয়। পরে এলাকাবাসী শিশুকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মংমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুটি মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি রমিজুল হক বলেন, লরির চাপায় আহত হয়ে শিশুটি ময়মনসিংহে মারা যাওয়ায় কথা শুনেছি। সেখানেই ময়না তদন্ত হবে। আর এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্তা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন