মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা ব্রীজ নামক স্থানে ইট ভর্তি নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে ঢুকে যাওয়ায় নুরু মোহাম্মাদ সরদার(৬০) নামে এক ব্যক্তি নিহত হন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। এতে পশ্চিম রগুরামপুর গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে নুরু মোহাম্মাদ সরদার গুরুতর আহত হন। আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালের দিকে তিনি মারা যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন/এস আহমেদ