রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা সদরে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত পঞ্চানন চাকমা নানিয়ারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার পরিবার অপহরণের বিষয়টি নিশ্চিত করে।
অপহৃতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ব্যক্তিগত কাজে পাশের গ্রামের ইউপি মেম্বার প্রভাত চাকমার বাড়িতে যান পঞ্চানন চাকমা। তিনি দুপুরের দিকে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি। পরে অনেক খোঁজ-খবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারে পঞ্চানন চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে পঞ্চানন চাকমার পরিবারের লোকজন জানান, রবিবার সকাল ১০টার দিকে সাপমারা গ্রামে যান তিনি। দুপুরে বাড়ি ফেরার কথা। কিন্তু রাতেও ফেরেননি। পরে ওখান থেকে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বিষয়টি জানানো হয়। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।
নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন, পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুবুল আলম বলেন, পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখনও থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।
এদিকে এ অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও সংগঠনটির পক্ষে অভিযোগ অস্বীকার করে শীর্ষ স্থানীয় নেতা মাইকেল চাকমা বলেন, বিষয়টি নিয়ে কিছুই জানা নেই তার। ইউপিডিএফ সম্পূর্ণ গণতান্ত্রিক সংগঠন। এ ধরনের কোনো ঘটনায় তাদের কেউ জড়িত থাকার অভিযোগ প্রশ্নই আসে না।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/ এস আহমেদ