দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের 'বিশেষ অনুরোধে' বিএনপি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তার সাথে আ'লীগের বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রতিদ্বন্দ্বি না থাকায় আ'লীগ প্রার্থী গোলাম মোস্তফা বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
বিএনপি প্রার্থী আবু হাসান জানান, 'একেতো ইউনিয়নটি আওয়ামী লীগ অধ্যুষিত তার উপর মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে সীমান্ত বাজার ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিশেষ অনুরোধ করেন। সবদিক বিবেচনা করে প্রত্যাহারের দিন আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।'
তবে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা খোকন বলেন, অনুরোধ বা কোন বল প্রয়োগ করা হয়নি। ইউনিয়নটি আওয়ামী লীগ অধ্যুষিত হওয়ায় নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি প্রার্থী স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির আবু হাসান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিধি অনুযায়ী একক প্রার্থীকে বিজয় ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন