তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সাম্যের পক্ষে। আমি রাজাকারকে রাজাকার বলি, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলি। তাই বলে রাজাকার আর মুক্তিযোদ্ধাকে তো এক পাল্লায় মাপতে পারি না। একাত্তরের যুদ্ধ নিয়ে মাঝে হাটার সুযোগ নেই। হয় পাকিস্তানের পক্ষে আর না হয় বাংলার মানুষের পক্ষে। যারা মাঝে থাকেন তারা পাকিস্তানের পক্ষে।
তিনি বলেন, এদেশে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, আগুন সন্ত্রাসের ঠাঁই নেই। খালেদা জিয়া জঙ্গিবাদের পাহারাদার আর আগুন সন্ত্রাসের নেত্রী। আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা আর গণতন্ত্রের নেত্রী হাসিনাকে এক করবেন না। তাই জঙ্গিবাদের পাহারাদার খালেদা জিয়া ও তার দল বিএনপি’র বিরুদ্ধে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর না হয় দেশে আবারো আগুন সন্ত্রাস হবে।
মন্ত্রী সোমবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন 'অধুনা থিয়েটার' এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত ৫ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধুনা থিয়েটারের সহ-সভাপতি অ্যাড. নাজনীন কাজলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, রাজনীতিবিদ মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সংস্কৃতি উৎসবের পরিচালক মনজুরুল আজিম পলাশ, জেলা জাসদ সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন