গাইবান্ধার পলাশবাড়ীতে ১৬০০ পিস ইয়াবাসহ ঠান্ডা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের ঘোড়াবান্দা-চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ঠান্ডা মিয়া ওই ইউনিয়নের পারবামুনিয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার জানান, ঠান্ডা একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো ১৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ঠান্ডার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন