চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা সব তুলা ও একটি তুলাবোঝাই ট্রাক পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনের মালিক দাবি করেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর সোয়া ৫টায় বিসিকের মেসার্স ঢালী কটন মিলসের নিজস্ব গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে তুলা নিয়ে একটি ট্রাক ওই গোডাউনের পাশে অবস্থান করে। ট্রাকের মধ্যে রাতে কেউ ছিলো না। ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকে।
মেসার্স ঢালী কটন মিলসের স্বত্বাধিকারী নুরে আলম ঢালী বলেন, রাত আনুমানিক ১১টার দিকে গোডাউন বন্ধ করে বাসায় চলে যাই। তুলাবোঝাই ট্রাকটি গোডাউনের সঙ্গে ছিলো। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে ট্রাকসহ আমার প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ২০ মিনিটের মধ্যে চাঁদপুর উত্তর ও পুরান বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুন নিয়ন্ত্রনে আসতে অনেকটা সময় লেগে যায়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৬/ এস আহমেদ