ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আব্দুর রাজ্জাক (৫০) নামে শিয়া সম্প্রদায়ের এক হোমিও চিকিৎসককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় তার খোমেনি হোমিও হল নামক ওষুধের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি গান্না সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। পরে কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আব্দুর রাজ্জাক শিয়া সম্প্রদায়ের লোক ছিল। এ কারনে শত্রুতাবশত কেউ তাকে হত্যা করতে পারে।
অন্য একটি সূত্র জানায়, আব্দুর রাজ্জাককে হত্যা করে রোডের উপর ফেলে যায় দুর্বৃত্তরা। তার হত্যাটি সড়ক দুর্ঘটনা বলে চাউর হয়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৬/ এস আহমেদ