নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলো একঝাঁক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল ৯টায় ব্যতিক্রম এই অনুষ্ঠানটি হয়েছে শহরের ফ্রিড মাতৃছায়া আটিস্টিক শিশু নিকেতন (প্রতিবন্ধী শিশুদের আদর্শ লিখন কেন্দ্র) নামে একটি স্কুলে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কেক কাটার আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে কেক কাটেন সাপ্তাহিক উত্তর কথার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী মস্তাক আলম টুলু। আর দর্শক সারিতে ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
কেক কাটার পর শিক্ষার্থীরা নেচে গেয়ে গান পরিবেশন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখে উপস্থিত সাংবাদিকদের চোখে আনন্দের অশ্রু বেড়িয়ে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাদেক কুরাইশী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুর ফেরদৌস নম্র চৌধুরী, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যকার রাজিউর রহমান স্বপন চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, বাংলামেইল অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি মাসুম রেজা, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি তারেক হাসান, সকালের খবরের প্রতিনিধি, মাহমুদ হাসান বাপ্পি, দৈনিক অর্থনৈতিক পত্রিকার প্রতিনিধি প্রবাল।
এ সময় বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাদেক কুরাইশী, সাপ্তাহিক উত্তর কথার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী মস্তাক আলম টুলু, ফ্রিড মাতৃছায়া আটিস্টিক শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ মাসহুরা বেগম (হুরা), সহকারী শিক্ষক কাশমেরী আক্তার ও আক্তরী বেগম।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৬/ রশিদা