৬ষ্ঠ শতকের প্রাচীন শিক্ষা নগরী কুমিল্লা শালবন বিহার। এর পাশে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।
এর আগে তিনি বলেন, জনগণের কথা সঠিক ভাবে উপস্থাপনের কারণে বাংলাদেশ প্রতিদিন দ্রুত সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা পেয়েছে। তিনি ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষে পত্রিকার আরো সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপী দাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাপ্তাহিক আমোদ ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী, সাপ্তাহিক প্রতীক সম্পাদক খায়রুল আহসান মানিক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রাসেল মাহমুদ ও বন্ধু প্রতিদিন কুমিল্লার সভাপতি জয়নাল আবেদীন রনি।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কুমিল্লার সুধীজন, রাইজিং জার্নালিস্ট ফোরাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন