ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উদযাপন করা হয় দেশের সর্বাধিক প্রচারিত এ দৈনিকটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
এর আগে প্রেসক্লাব ময়মনসিংহ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু এ র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ফের প্রেসক্লাব ময়মনসিংহ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মো: ওয়ালিদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের কর্ণধার মনসুর আলম চন্দন, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিন, আল আরাফা ব্যাংকের ময়মনসিংহ ব্রাঞ্চের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: কামরুল ইসলাম, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল মাহমুদ, মানব জমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ মূসা, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আদিলুজ্জামান আদিল, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এম.আব্দুল্লাহ আল মামুন খান, দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ, চ্যানেল নাইনের প্রতিনিধি রিপন গোয়ালা, এশিয়ান টিভির রাসেল, সাপ্তাহিক ব্রক্ষপুত্রের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান ফারুক, বাংলানিউজের ফটো সাংবাদিক অনিক খান, শীর্ষ নিউজের উবায়দুল হক, দৈনিক কালের আলোর স্টাফ করেসপন্ডেন্ট মুকুল শাহরিয়ার, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, মাটি ও মানুষের ফটো সাংবাদিক কামাল, রাব্বি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা জনগণের পক্ষে’ শ্লোগান শুধু মুখে নয়, বাস্তবেও প্রয়োগ ঘটিয়েছে পাঠক নন্দিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দেশের শীর্ষ এ দৈনিক নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি তাদের এ ধারা অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন