দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে।
মঙ্গলবার বেলা ১২টায় লালমনিরহাটের শেখ শফি উদ্দিন কমার্স কলেজে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম।
বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীরপ্রতীক, বাংলাদেশ প্রতিদিনের সাফল্য তুলে ধরে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, উন্নয়নকর্মী ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, জেলা তথ্য অফিসার মাহাফুজুর রহমান, জেলা সম্মিলিত ব্যবসায়ীক সমিতির সভাপতি মোকছেদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম, শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, নারী নেত্রী এ্যাডভোকেট মাসুমা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথীরা। কেক কাটা ও আলোচনা সভায় অত্র কলেজের কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন