চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক মোঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নইমুল বারি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চাঁপাইনবাবগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহ্জাহান প্রামাণিক। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে কেক কেটে পত্রিকাটির দৃঢ় পথচলায় সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মিডিয়াকর্মী ছাড়াও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন