কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বিএমএ-র সাধারণ সম্পাদক ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আসাদউল্লাহ, ডেপুটি কমাণ্ডার আব্দুল মান্নান, বাশিরউদ্দিন ফারুকী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মু. আ. লতিফ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সহ সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, বিশিষ্ট ক্রীড়াবিদ সুবল সরকার, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক সংস্থার সভাপতি রেজাউল হাবিব রেজা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, সিপিবি নেতা রফিউল আলম চৌধুরী মিলাদ, বিশিষ্ট ছড়াকার ও বন্ধু প্রতিদিনের আহ্বায়ক হারুন-আল-রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন