বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বর্ষপূর্তিতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাঙামাটি জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেন, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সায়েদ, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ঝিনুক ত্রিপুরা, বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর টিভি’র রাঙামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল।
পরে রাঙামাটি জেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন