নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার-নওগাঁ মুখ-বধির বিদ্যালয়ে ছিল আনন্দঘন আয়োজন। এজন্য মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক পত্নী মিসেস মাহবুবা রাব্বী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, বিশিষ্ট কলামিস্ট ও মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কেক কাটার পর শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাস করে। পরে উপস্থিত সকলের মাঝে মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বাবুল আখতার রানা, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিক ছোটন, চ্যানেল২৪ এর হারুন অর রশীদ, দ্যা রিপোর্টের খন্দকার আব্দুর রউফ পাভেল, সাংবাদিক নাজমুল হুদা, আব্বাস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজনি বানুসহ সকল সহকারী শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব