বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৫ জন সমর্থক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে এই হামলার সময় কযেকটি দোকানপাট-বাড়ি ঘরও ভাংচুর করা রয়েছে।
চিলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম রাসেল জানান, তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গাজী আকবর হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর লোকজন তার সমর্থক নাজমুল হাওলাদার, ইসমাইল, কুদ্দুস, শহিদ ও জাহাঙ্গীরকে মঙ্গলবার বিকেলে চিলার তেলিখালী এলাকায় হাত পা বেধে বেদম মারধর করে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সময় কয়েকটি দোকানপাট-বাড়ি ঘরও ভাংচুর করা রয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর লোকজন তার সমর্থকদের প্রতিনিয়ত মারপিট ও পোস্টার ছিড়ে ফেলাসহ প্রচারণার মাইক বন্ধ করে দিয়েছে। তার এজেন্ট হলে তাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন অফিস ও প্রসাশনের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলছেনা।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন