'সাতে সমুদ্র' শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বাজারষ্টেশন এলাকায় বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন বন্ধু প্রতিদিনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও এস বি রেলওয়ে কলোনী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মোহাম্মদ সামছুজ্জামান, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলে এ খোদা লিটন, সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতা আবু বকর ভুইয়া, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট ইন্দ্রজীৎ সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ও দ্য পিপলস্ নিউজ ২৪ ডট কম এর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ইসরাইল হোসেন বাবু, অর্থসম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রোমান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, প্রচার সম্পাদক রহমত আলী, কার্যকারি সদস্য আব্দুল হামিদ হীরা, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি হেলাল আহম্মেদ, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক কলম সৈনিক এর সম্পাদক আব্দুল হামিদ, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান হীরক গুন, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, দ্য পিপলস্ নিউজ ২৪ ডট কম এর প্রকাশক সোহেল রানা, বাংলা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি, স্বপন চন্দ্র দাস, জনতা পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক মান্না রায়হান, মাসুদ রানা ওয়াসিম, নুরুল ইসলাম রইসি, শরীফ আহমেদ ইন্না, রফিকুল ইসলাম, সোহাগ লুৎফর কবির, আলমগীর হোসেন, সোহাগ হোসেনসহ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম। আলোচনা পরে ৭ পাউন্ড ওজনের কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন