দেশের সর্বাধিক প্রচারিত পাঠক নন্দিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরায় পত্রিকাটির জম্মদিনের কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তির এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব চত্বর থেকে বাংলাদেশ প্রতিদিনের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এসময় প্রধান অতিথি হিসাবে র্যালিতে অংশ নেয় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মো: মুনসুর আহমেদ। এছাড়া সাতক্ষীরা (তালা-কলারোয়)-১ আসনের এমপি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু-বক্কর সিদ্দিক, জেলা আইজীবি সমিতির সভাপতি এ্যাড: আব্দুল মজিদ, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের হল রুমে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম বার অংশ নেন।
অনুষ্ঠানের শেষ মূর্হুতে জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন এসে বাংলাদেশ প্রতিদিন প্রতিকাটির জম্মদিনের এই দিনে শুভ কামনা করেন। এসময় নবাগত এ জেলা প্রশাসককে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন, সাতক্ষীরা (তালা-কলারোয়)-১ আসনের এমপি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম বার, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু-বক্কর সিদ্দিক, জেলা আইজীবি সমিতির সভাপতি এ্যাড: আব্দুল মজিদ, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, স্থানীয় দৈনিক কালের চিত্র সম্পাদক ও জেলা বাস-মিনিবাস ও মাইক্রবাস সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম কামরুজ্জানাম, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা ন্যাপের সম্পাদক কাজী সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ. প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, মনিরুল ইসলাম মিনি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি প্রমূখ। এসময় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজনুর রহমান, সাধারন সম্পাদক মারুফ হোসেন, যুবলীগ নেতা অনুসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ পত্রিকার পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন