রাজবাড়ীর পাংশায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে আমির সিকদার (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সাদার চর থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত আমির সিকদার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের বাজু সিকদারের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, আমির সিকদারের বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজিসহ বিভিন্ন আপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাতে তিনি সাদার চর থেকে তার বাড়ি চর রামনগর এলাকায় যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ কোন্দোলের জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব