নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের তিনদিন পর আজ বুধবার দুপুরে রুকেল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রুকেল উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের মাহমুদ গ্রামের বাবুল মিয়ার পুত্র।
মোহনগঞ্জ থানার সাব ইন্সপেক্টর খাইরুল ইসলাম জানান, গত শনিবার রাতে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুকেল। পরে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রুকেলের আত্মীয় স্বজনরা মাহমুদপুর গ্রামেই হারেছ মিয়ার বাড়ির পিছনে লাশের খোঁজ টের পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হারেছ মিয়ার বাড়ির পিছনের ঝাঁড়ের ভিতরে কাঁচা লেট্রিনের টেংকি থেকে লাশটি উদ্ধার করে। লাশটি ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে না বলেও তিনি জানান।
তবে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত করতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা