বাংলাদেশ প্রতিদিনের ৭ম বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হয়ে গেল সাংবাদিক ও সুধী সমাজের এক মিলনমেলা। জনপ্রিয় পত্রিকাটির পাঠক হিসেবে সকলেই ব্যক্ত করেন তাদের মনের অভিব্যক্তি।
মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে পাঠক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এর আগে প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হয়াদার জাহান চৌধুরীর সভাপতিত্বে পাঠক ও শুভানুধ্যায়ীদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে “মত প্রকাশ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিনিধি আলপনা বেগমের সঞ্চালনায় পত্রিকাটির ঈর্ষনীয় সাফল্য ও বস্তুনিষ্ঠতা নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রবীন চিকিৎসক ভাষা সৈনিক ডাঃ এম এ হামিদ খান, প্রবীন আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম ভূইয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, সুজনের সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পাল, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডভোকেট ও সাংবাদিক হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক কামরুজ্জামান চৌধুরী, শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক সানাওয়ার হোসেন ভ‚ইয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, স্থানীয় দৈনিক আলোকিত নেত্রকোনা’র সম্পাদক মনিরুজ্জামান, বাংলার নেত্র’র সম্পাদক কামাল হোসাইন, ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, ভোরের কাগজের প্রতিনিধি লিটন ধর গুপ্ত, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি তানভীর জাহান চৌধুরী প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক, সামজিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা