বাগেরহাটের মোরেলগঞ্জে নিহত ৫ম শ্রেণির ছাত্রী শিশু জান্নাতী আক্তার (১১)-এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন। এসময় বক্তৃতা করতে না পারলেও রাস্তায় শুয়ে কেঁদেছে তার সহপাঠীরা।
আজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এসব কর্মসূচীর নেতৃত্ব দেন জান্নাতীর সহপাঠী মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
কর্মসূচীতে অংশ নেয় মানিক মিয়া দাখিল মাদ্রাসা, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শতশত নারী-পুরুষ।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। সভায় শিশুরা বক্তৃতা করতে না পারায় তাদের অভিব্যাক্তি প্রকাশ করে চোখের পানি ছেড়ে ও রাস্তায় শুয়ে পড়ে। এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ছুটে আসেন ওই প্রতিবাদ সভায়। তিনি শোকাহত শিশুদেরকে সান্ত্বনা দেন এবং জান্নাতীর হত্যাকারীদের দ্রুত প্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আশু গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন এলকাবাসী শিশু শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৩ মার্চ রাত ১০টার দিকে বারইখালী গ্রামের জালাল শেখের মেয়ে জান্নাতীকে মাহফিলের মাঠ থেকে ধরে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদির ১৪ মার্চ সকাল ১০টায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা