সংখ্যালঘু শিক্ষার্থী ধর্ষিত হওয়ার প্রতিবাদে পাবনায় প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১২টায় পাবনার আব্দুল হামিদ সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবীতে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নির্মম এ ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত চার দুর্বৃত্তের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। পাবনা এডয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবীর মজুমদারসহ বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু বলেন, বার বার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান।
পরে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ধরনের ঘটনা কারোরই কাম্য নয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত রবিবার রাতে কীর্তন শুনতে যাবার সময় পাবনা এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী পাঁপড়ি বিশ্বাসকে অস্ত্রের মুখে পাশের একটি খালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে হাফিজুল, ফরিদসহ চার দুর্বৃত্ত। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ