ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলায় বুধবার সকালে তুচ্ছ কারণে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আমিরুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন: কুমড়া বাড়ীয়া গ্রামের বিলাত আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), খাতের আলী মন্ডলের ছেলে শাহাদৎ (৫৭), একই পরিবারের সাবান আলীর ছেলে বছির হোসেন (৩৮), রনি হোসেন (২৭), আব্দুর রশিদ (৪৪) ও তার স্ত্রী হালিমা খাতুন (৩৯), কুমড়া বাড়ীয়া গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে ইকতার হোসেন (৫১), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে জনি আহম্মেদ (২২) ও রমজান আলীর ছেলে বকুল হোসেন (৩৬)।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সকালে ধোপাবিলা গ্রামের আব্দুল রশিদের ছাগল একই গ্রামের বকুল হোসেনের জমির ফসল খেয়ে যায়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা