চলে গেলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ (৫০)। মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মৃত হাজী মঈনুর রহমানের ছেলে।
পরিবার সূত্র জানায়, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
মঞ্জুর মোর্শেদেরা ৪ ভাই ও ৬ বোন। তার এক ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আজ বুধবার আসর নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে ঝাউতলায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএসসহ ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন। মৃদুভাষী মঞ্জুর মোর্শেদের মৃত্যুতে তার রাজনৈতিক সহকর্মীসহ কুমিল্লার সুধীজন শোক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ