প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশে ১৬ কোটি জনসংখ্যা প্রায় ৬০ ভাগ কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান ব্যবস্থা চালু করতে হবে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বর্তমান সরকারের রূপকল্প ২০১২১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০১৪১ সালের মধ্যে একটি উন্নত, আধুনিক ও জ্ঞানলব্ধ দেশ গঠনে মন্ত্রণালয়ের নানামুখী পরিকল্পনাসহ অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। মোট প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মধ্যে কেবল মাত্র কুমিল্লা জেলার প্রবাসীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৩৯০ জন যা মোট প্রবাসীর শতকরা ১১ ভাগ। এতে প্রমাণিত হয় কুমিল্লার ট্রেনিং সেন্টারগুলো শ্রমিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বুধবার দুপুরে কোটবাড়িস্থ কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম সামসুন্নাহার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর দক্ষিণ উপজেলা নিবাহী অফিসার আবদুল আউয়াল, সদর দক্ষিণ মডেল থানা ইনচার্জ প্রশান্ত পাল প্রমুখ। মতবিনিময় সভায় কলেজের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ