ওসির উপস্থিতিতে এক শ্রমিককে মারধরের প্রতিবাদে আজ বুধবার সড়কে এলাপাথারি যানবাহন রেখে চাঁপাইনবাবগঞ্জে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় অটোচালকরা র’বেল (২০) নামে এক ট্রাক হেলপারকে মারধর করে। এসময় নাচোল থানার ওসি ফাসিরউদ্দিন উপস্থিত থাকলেও তিনি ওই হেলপারকে বাঁচাতে এগিয়ে আসেননি। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এলোপাথারি যানবাহন রেলে সড়কে ব্যারিকেড দেয় পরিবহন শ্রমিকরা। এতে করে প্রায় ৫কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে পড়লে যাত্রী সাধারণ বেকায়দায় পড়ে।
পরে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম জেলা বাস মালিক গ্রুপের অফিসে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে ব্যারিকেড তুলে নেয়া হয়।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ