চুয়াডাঙ্গা সদর উপজেলার দ্বিতীয় পর্যায়ের ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসক সায়মা ইউনুস নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় পুলিশ সুপার বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন