মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের নয়নশ্রী গ্রামে আজ বুধবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জরিপ মিয়া নামে এক ব্যাক্তি নিহত ও তিন জন আহত হয়েছেন। আহত মসুদ মিয়া, জলিল মিয়া ও শহীদ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
নিহত জরিপ মিয়ার ভাতিজা মইদ মিয়া জানান, তাদের নয়নশ্রী গ্রামের সীমান্ত এলাকা মৌলভীবাজারের ১২নং গিয়াসনগর ইউনিয়নের লাঙ্গরিয়া গ্রামের আনোয়ার মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ বুধবার সকালে আনোয়ার মিয়া প্রায় পনের বিশজন লোক নিয়ে জরিপ মিয়ার বাড়িতে এসে হামলা চালায়। এসময় হামলাকারীদের দা ও সুলফির আঘাতে জরিপ মিয়াসহ অন্যরা আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে জরিপ মিয়া মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল শ্রীমঙ্গল না হওয়ায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ