ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মোঃ আলমগীর হোসেন সোহেল (২৭) ও মোঃ নূরুল আফসার (৩০)। তারা দুইজনই ফেনী পৌরসভার পশ্চিম রামপুরের বাসিন্দা।
র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, তারা দুইজন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে পশ্চিম রামপুর রমিজ উদ্দিন হাজী বেপারীর বাড়িত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, ছয় রাউন্ড গুলি, ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন