ফেনীতে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম পিটুকে (৩০) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় এই ঘটনা ঘটে। পিটু ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
ফেনী পৌর ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাহার জানান, সকালে পিটু তার কয়েকজন বন্ধুসহ পুলিশ কোয়াটারের একটি কোচিং সেন্টারের সামনে এলে ছাত্রদল সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এসময় পিটুর বন্ধুরা পালিয়ে যেতে সমর্থ হলেও পিটুকে তারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বর ভাবে আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পিটুকে আহত করার পর থেকে পুলিশ কোয়াটার এলাকায় সকাল থেকে ছাত্রলীগ নেতা কর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্রসহ পাহারা বসিয়েছে ও মহড়া দিচ্ছে বলে স্থানীয়রা জানান।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন