আনোয়ারা হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের একটি মন্দির থেকে দেড়শ বছরের পুরনো নয়টি পিতলের মূর্তি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত নয়টা থেকে ভোর পাঁচটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছেন মন্দিরটির ত্বত্তাবধায়ক শ্যামল দাশগুপ্ত।
নগরীর পাথরঘাটা এলাকার অধিবাসী শ্যামল দাশগুপ্ত বলেন, ‘আমাদের গ্রামের বাড়ির পারিবারিক মন্দির থেকে মঙ্গলবার রাতে প্রাচীন নয়টি পিতলের মূর্তি চুরি হয়েছে। ৫টি পাথরের মূর্তিও মন্দির থেকে বের করে পুকুরপাড়ে ফেলে গেছে। তিনি বলেন, চুরি হওয়া মূর্তির মধ্যে একটি মূর্তি আমার ঠাকুরদা ৭০ বছর আগে সংগ্রহ করেছিলেন। তাও একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবার দেশত্যাগের সময় ঠাকুরদাকে দিয়ে গিয়েছিলেন। মূর্তিটি প্রায় দেড়শ বছরের পুরোনো।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, চুরির ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা মৌখিকভাবে অভিযোগ করেছেন তারা মূর্তিগুলোর আকার ওজন কিছুই বলতে পারেনি। এখনও লিখিত কোন অভিযোগও পাইনি। তাদের থানায় আসতে বলেছি, দেখা যাক কি করা যায়।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন