বগুড়ার শিবগঞ্জে নির্বাচনপূর্ব সহিংসতায় আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত মাহাতাব আলীর স্ত্রী আমিরুন নেছা বাদি হয়ে মঙ্গলবার রাতে ২৯ জনের নাম উল্লেখ করে দেড়শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুর রহমানকে প্রধান আসামী করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন জানান, গত সোমবার রাতে বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল নির্বাচনী সহিংসতায় আাওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরের কর্মী ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাতাব আলী (৫০) নিহত ও দু'জন আহত হন। ওই ঘটনায় মঙ্গলবার রাতে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ইতিমধ্যে পুলিশ ১১জনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন