বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
বুধবার দুপুরে মোড়েলগঞ্জের মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে মানিক মিয়া দাখিল মাদ্রাসা, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান খবর পেয়ে ছুটে আসেন ওই প্রতিবাদ সভায়। তিনি শোকাহত শিশুদেরকে শান্তনা দেন এবং জান্নাতীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আশু গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
১৩ মার্চ রাত ১০টার দিকে বারইখালী গ্রামের জালাল শেখের মেয়ে জান্নাতীকে মাহফিলের মাঠ থেকে ধরে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদিন ১৪ মার্চ সকাল ১০টায় তার লাশ পাওয়া যায়। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন